স্টাফ রিপোর্টার \ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নেত্রী আমাদের অহংকার পদ্মা সেতু আমাদের অর্জন এই স্লোগানকে সামনে নিয়ে সনাতন ধর্ম যুব কমিটির আয়োজনে ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় গতকাল রাতে শহরের নারকেল তলা কাটিয়া সার্বজনীন মন্দিরের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা জুয়েলারি সমিতি সভাপতি ও মন্দির কমিটির সভাপতি গৌর দত্তের সভাপতিত্বে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ,অধ্যাপক ভূধর সরকার, জেলা আলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত কুমার ঘোষ, মন্দিরের সহ-সভাপতি শঙ্কর কুমার রায়, সাঃ সম্পাদক কিরন্ময় সরকার, জেলা জুয়েলারি সমিতি সাঃ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রতিথ তপন সাহা, এসময় পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শঙ্কর কুমার রায়।