এফএনএস: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৫ সহকারী পরিচালককে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি করা হয়েছে। বিআরটিএ’র জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক(ইঞ্জিঃ) মো. শহিদুল আযমকে উপ-পরিচালক করে সিলেট বিআরটিএ এর বিভাগীয় অফিসে পদায়ন করা হয়েছে। সুব্রত কুমার দেবনাথকে পদায়ন করা হয়েছে বিআরটিএ’র রাজশাহীর বিভাগীয় অফিসে। একই ভাবে মো. আবদুল কুদ্দুসকে প্রশিক্ষণ, বিআরটিএর সদর-ঢাকা কার্যালয়ে, ঢাকার বিভাগীয় অফিসে, এ এস এম কামরুল হাসানকে ও সুবীর কুমির সাহাকে বরিশালের বিভাগীয় অফিসে পদায়ন করা হয়েছে। বুধবার বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘বিআরটিএ’র কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সহকারী পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) মধ্য হতে জ্যেষ্ঠতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ৫ জনকে উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং/প্রশিক্ষণ) দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলেই পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।