মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে কালিগঞ্জে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মথুরেশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার বর্ণাঢ্য আনন্দ র্যালী, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। বিকেলে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে পরিষদ চত্বরে থেকে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের সচিব নাসরিন আক্তার, প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান, আজিজুল ইসলাম, রহমত আলী, নূর মোহাম্মদ মোলা, আবু হাসান, দেবাশীষ ঘোষ, জিএম আব্দুল জলিল, এসএম আবু তাহের, সংরক্ষিত ওয়ার্ড সদস্য জাহানারা বেগম, প্রমিলা রানী মন্ডল, সহ বীর মুক্তিযোদ্ধা, গ্রামপুলিশ ও সাংস্কৃতিক কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থীগণ, সাংবাদিকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। পরে পরিষদ চত্তত্বে পদ্মা সেতু নিয়ে জারি গান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।