এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। এর আগে গত শনিবার শনাক্ত ছিল ১ হাজার ২৮৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৪০ জন এবং মোট শনাক্ত ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১৬৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৭৮টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৯২ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ৬৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৮ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। মৃত্যুবরণকারীদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন। তারা দুজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।