কলারোয়া (সাতক্ষীর) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া নতুন বাজারে গত ২৩ জুন ভোর ৪ টায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সেই দুই ফার্নিসারের দোকান পরিদর্শন করলেন থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা। রোবারার দুপুর ১২ টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে তদন্ত এবং বাজার ব্যবসায়ীদের নিকট আগুনের বিষয় খোঁজ খবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রেজাউল ইসলাম ও কামরুল ইসলামের নিকট ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন। সাথে সাথে তাঁর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং সরকারের বিভিন্ন দফতরে সহযোগিতার জন্য আবেদন করার পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, খোরদো ক্যাম্পের ইনচার্জ ফিরোজ হোসেন, এস,আই ওসমান হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য গাজী মতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য তোজাম্মেল হোসেন ঝড়ু, দেয়াড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব, বিশিষ্ঠ ঔষুধ ব্যবসায়ী বাসুদেব কুমার, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও স্থানীয় ব্যক্তিবর্গ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন শেষে বাজার সংলগ্ন দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে মাদক বিরোধী সমাবেশে অংশ গ্রহন করেন। দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দনি মৃধা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে, স্মার্ট ফোনের ব্যবহার বন্ধ করতে হবে এবং ছাত্রদেরকে মোটর বাইক চালানো থেকে বিরত থাকার উপর কড়া হুঁসিয়ারী ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, জাহিদুল ইসলাম ও মোস্তফা হোসেন বাবলু।