আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চাপড়া স্টান্ডের সন্নিকটে রাস্তার উপরে অবৈধ ভাবে বালু রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ২হাজার টাকা জরিমানা আদায করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তালা উপজেলার তালা গ্রামের গোলজার হোসেনের ছেলে আব্দুল জব্বারকে দন্ডবিধী ২৯১ ধারা মোতাবেক ২হাজার টাকা জরিমা করেন।