স্টাফ রিপোর্টার \ হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাঃ লেখা ও উচ্চ শিক্ষার সুযোগ সহ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্রনীত ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা আইন-২০২১ অবিলম্বে পাশ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজ অধ্যক্ষ ও সংগঠনের সভাপতি ডাঃ জাহিদা আক্তার মিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাঃ সম্পাদক প্রভাষক ডাঃ সৈয়দ কামরুজ্জামান, প্রভাষক ডাঃ আমিরুল ইসলাম মুকুল, ডাঃ ফজলে মাহমুদ, ডাঃ ইকরামুল হক, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ আব্দুলাহ হাবিব, ইন্টার্ন চিকিৎসক আব্দুল আজিজ ও ফারজানা মিতা। এসময় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য ডাঃ আব্দুল ওহাব আজাদ।