স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে ডিএই, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সিএসও কর্মকর্তা কৃষিবিদ ড. তাহমিদ হোসেন আনসারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রদর্শন করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুলাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তর অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী, দেবহাটা কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর, উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসার, কৃষক সাংবাদিকরা রোভিং সেমিনারে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি স¤প্রসারণ অফিসার প্লাবনী সরকার ও আশাশনি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান।