কেশবপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের কেশবপুরে সম্রাট সরদার নদী (১২) নামের এক স্কুল ছাত্র নিখোঁজের গত তিন দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। সে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শিশু ছাত্রের বাবা-মা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়া সহ বিভিন্ন এলাকায় খোজাখুজির পরেও ছেলের সন্ধান না পেয়ে ছাত্রের বাবা দুলাল সরদার মোহন ২৯ জুন রাতে থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামের দুলাল সরদার মোহনের ছেলে সম্রাট সরদার নদী (১৩) গত সোমবার (২৭জুন) দুপুরে খাওয়া দাওয়ার পর তার বন্ধু একই গ্রামের জসীম সরদারের ছেলে ইয়াছিন (১২) একসাথে বাড়ী থেকে বের হন। ওইদিন সন্ধ্যার পর ইয়াছিন বাড়ি ফিরে আসলেও নদী বাড়িতে ফিরে আসেনা। তারপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে ওই ছাত্রের বাবা দুলাল সরদার মোহন ২৯ জুন রাতে থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। থানার সাধারণ ডায়েরি নাম্বার ১৩৬১। শিশুটি বাড়ী থেকে বের হওয়ার সময় তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে সাদা রংয়ের শার্ট ছিলো। কোন হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেলে ০১৭১৬৬৬৭৫৮৭ এবং ০১৭৯০২৯৫৪১৯ ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বাবা-মা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, শিশু স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ শিশু ছাত্রটিকে খুঁজে বের করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।