বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ পানির অপর নাম জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা হাজী মার্কেট মোড়ে হাজী ড্রিংকিং ওয়াটার, আর্সেনিকমুক্ত সুপ্রিয় পানির মেশিন শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লাল ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন, এ সময় উপস্থিত ছিলেন হাজী ড্রিংকিং ওয়াটারের পরিচালক আলহাজ্ব ইদ্রিস হাজারী, মনিরুল ইসলাম (বুরুজ) স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, ইউপি সদস্য গোলাম রব্বানী, মাওলানা আব্দুস সবুর, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির সাতক্ষীরার ইনচার্জ রবিউল ইসলাম, রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ঢালী,সহকারী শিক্ষক মাওলানা ইউনুস আলী, আলমগীর হোসেন, মেহেদী হাসান বাবু, প্রমূখ। এ সময় উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন মাওলানা রুহুল আমিন।