বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় অবস্থিত নাহার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডিজিটাল ল্যাবে গতকাল শুক্রবার দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উক্ত ফ্রি-মেডিকেল ক্যাম্পে ক্লিনিকের পরিচালক গ্রাম ডাঃ মোঃ জাহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলের ডাঃ আহাদ মুর্শিদ, ডাঃ সোমা রাণী দাস, ডাঃ সৌরভ কুমার দাস, ডাঃ তানিয়া সুলতানা, ডাঃ পুতুল সরকার, ডাঃ আব্দুল আজিজ প্রমূখ। ক্যাম্পে ৩৭৫ জন বিভিন্ন পর্যায়ের রোগির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।