বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় শ্রী-শ্রী গোপালপুর রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে গোপালপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনীতি নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের অগণিত ভক্তবৃন্দ, মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেত্রীবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে রথযাত্রার র্যালিটি গোপালপুর রাধা গোবিন্দ মন্দির থেকে শত শত ভক্তবৃন্দকে নিয়ে নকিপুর হরিতলা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় এবং রথটি হরিতলা মন্দিরে সংরক্ষিত করে রাখা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জ্জামান সাঈদ, সাবেক সহকারী অধ্যাপক পরিমল কুমার মন্ডল, জয়দেব বিশ্বাস সহ মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ।