কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুলাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করবেন। তাহলে ফসল উৎপাদন খরচ, শ্রমিক খরচ কম লাগবে। ফলে আপনারা লাভবান হবেন। কৃষক ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় থাকতে হবে। কৃষকদের বোঝাতে হবে জমিতে বেশী সার প্রয়োগ করলে ফসল ভাল হয় না। বরং এতে জমির উর্বরতা কমে যায়। ফলে ফসল কম হয়। কৃষকদের সংকট নিরশন করতে হবে। সরকার কৃষিতে ব্যাপক ভুর্তিকী দিচ্ছে। তাই সরকারের দেওয়া কৃষি সার,বীজসহ বিভিন্ন উপকরণ সঠিকভাবে ব্যবহার করার জন্য কৃষকদের আহবান জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা, সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রনব কুমার বিশ^াস প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইউনুচ আলী, সাংবাদিক কে এম আনিছুর রহমান, মোশারফ হোসেন, জাকির হোসেন,মুজাহিদুল ইসলাম, মোস্তফা হোসেন বাবলু, জাহিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ। আলোচনা শেষে ১ হাজার কৃষকদের মাঝে মাথা পিছু ৫ কেজি ব্রি ধান-৭৫, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কর্মকর্তা জিয়াউল হক।