স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পিএন স্কুল মাটে গতকাল রনি ফিস একাদশ বনাম মনিং একাদশ, এআর স্টীল এন্ড ফার্নিচার একাদশ, ইব্রাহিম একাদশ, কামাল নগর একাদশ, তারিফ এন্টার প্রাইজ, ইয়ং টাইগার, সুলতানপুর জুনিয়র একাদশ, প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলায় ফাইনালে উত্তির্ণ হয় রনি ফিস একাদশ ও এআর স্টীল এন্ড ফার্ণিচার। খেলায় রনি ফিস একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নগত ১০ হাজার টাকা পুরুস্কার গ্রহন করেন ও এআর স্টীল রানার আপ হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ রাশেদুজ্জামান রাশি, এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের নেতা শেখ জাহাঙ্গীর হাসান খোকন, মোস্তাফিজুর রহমান, ডা: জগবন্ধু, টিপু। খেলায় আম্পায়ার দায়িত্ব পালন করেন আইজুল ও খোকন। এসময় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।