চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ার মাগুরাঘোনায় পূর্ব শত্র“তার জের ধরে বসতঘর, বিচালীর ঘর ও গোয়াল ঘর ভাংচুর এবং হারিকৃত পুকুরের মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলার আরশনগর গ্রামের মৃত সুরোত আলী শেখের ছেলে মোঃ মুজিবুর রহমান শেখ প্রাপ্ত অভিযোগে উলেখ করেন, একই গ্রামের মৃত নজির সরদারের ছেলে একাধিক মামলার আসামী মোঃ জিয়ারুল সরদার, মৃত সুরোত আলী শেখের ছেলে বজলুর রহমান শেখ বুলু ও মোঃ আব্দুলাহ শেখ, মোঃ শাহিন শেখের ছেলে মোঃ সুজন শেখ ও স্ত্রী মোছাঃ আলেয়া বেগম, মোঃ সুজন শেখের স্ত্রী শিউলী বেগমদের সাথে বাদীদের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ৩০জুন দুপুরে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে তার বসতঘর, বিচালীর ঘর ও গোয়াল ঘর ভাংচুর করে। এসময় তারা বসত ঘরে অনাধিকার প্রবেশ করে সাববাক্্ের জমি ক্রয়ের জন্য এনজিও থেকে উঠানো ২লক্ষ ৮৬হাজার টাকা নিয়ে যায়। এতেও তারা ক্ষান্ত না হয়ে তার বাড়ির পশ্চিম পাশে অবস্থিত হারিকৃত পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এঘটনায় বাদীর স্ত্রী সাহেরা বেগম ও মেয়ে মোছাঃ শাপলা খাতুন তাদের বাঁধা দিতে গেলে জীবননাশের হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়া ইতিপূর্বে তার বতববাড়ির সীমানায় লাগানো প্রায় ৬/৭লক্ষ টাকার গাছ কেটে ব্যাপক ক্ষতি করে বিবাদীরা। এব্যাপারে জিয়ারুল সরদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, অভিযোগ হয়েছে,তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।