স্টাফ রিপোর্টার ঃ আশাশুনি কতিপয় ব্যক্তি জোর পুর্বক মৎস্য ঘের ও পুকুর থেকে মাছ মারায় প্রতিবাদে গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন লাঙ্গলদাড়ীয়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী রওশন আরা। তিনি লিখিত বক্তব্যে বলেন, লাঙ্গলদাড়ীয়া মৌজায় ১১৭, এস,এ খং নং-১, সাবেক দাগ নং- ১১৩৪, ১০১৫ খাল, ১১৩৩ দাগে পুকুর মোট জমি ২.২৭ একর আমি ইতিপূর্বে ১১৩৪, ১০১৫ সাবেক দাগের ২.০০ একর জমি সরকার বাহাদুরের নিকট হইতে বন্দোবস্তু নেয়ার জন্য আবেদন করিয়াছিলাম। একই এলাকার মামুন, মোঃ কবির, মোঃ আনোয়ার আলী, উপরে উলেখিত জমি জবর দখলের চেষ্টা করিলে আমি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে ৫৪১/২০২১ মামলা দাখিল করি। সেটি বর্তমান চলমান আছে উলেখিত ব্যক্তিগন সহ মহাসীন, আবুল ও আসিব হোসেন, আমার পুকুর ও ঘেরে মাছ মারিলে তিনি সহ তার পুত্র ইয়াইয়া, জাকারিয়া বাধা দিলে আমার ও আমার পুত্রদের খুন করার উদ্দেশ্যে আঘাত করিলে, মাথা ফেটে যায়। এছাড়া মোঃ আব্দুর রহমান মলিক, মো: আরশাফুল আলম, নুর মো: গাজী, তাদের সহযোগিতায় করিতেছে। উক্ত ব্যক্তিগন ডাক্তারের মোটা অংকের টাকা দিয়া আমার পুত্রের মাথার আঘাত বাম হাতের আঙ্গুলের ফাঁকে দেখাইয়া ডাক্তারের সার্টিফিকেট আনিয়াছে। এঘটনায় আমি বাদী হইয়া আশাশুনি থানায় একটি মামলা দাখিল করি। যাহা বর্তমান চলমান আছে। তিনি আরো বলেন জানুয়ারী ২৮ রাত্র অনুমান ৩টায় এলাকার মোঃ আলাউদ্দীন (লাকি) এর কুপরামর্শে মামনু হোসেন, মোঃ রাসেল হোসেন, মোঃ ইয়াছিন আলী, মোঃ আকবর সহ অজ্ঞাতনামা ১০/১২ জন মারাত্মক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া আমারস্বত্ব দখলীয় খাল ও খাল সংলগ্ন পুকুর বা ঘের হইতে ১ লক্ষ টাকার মাছ ধরিয়া নিয়া যায়। আমরা তাদের বাধা দিলে তারা আমাদের নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমরা উপরে উলেখিত বিবাদীদের চাঁদার টাকা না দিলে তারা আমার এবং আমার পরিবার বর্গের সকলকে জীবনে শেষ করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিতেছে। ১ ফেব্র“য়ারী মোঃ আলাউদ্দীন কুপরামর্শে আমার স্বত্ব দখলীয় ঘেরের বাঁধ উপরের উলেখিত বিবাদীরা কাটিয়া পানি বাহির করিবার জন্য পায়তারা করিতেছে। তিনি মৎস্য ঘের ও পুকুর দখলের হাত থেকে রক্ষা বসবাসের জন্য আমরা জেলাবাসী ও সর্বস্তরের উর্দ্ধতম কর্মকর্তাদের নিকট আকুল আবেদন করেছেন।