বিশেষ প্রতিনিধি/শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্যাদি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। এসময় ইউপি সদস্য আবু হাসান, আক্তারুজ্জামান, মেহেদী হাসান, আঃ রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিন সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১ হাজার ৭৩ জন টিসিবির কার্ডভুক্ত উপকারভোগীর মাঝে ১১০ টাকার বিনিময়ে ২ কেজি করে সোয়াবিন তেল, ২ কেজি করে মশুর ডাউল ও ১ কেজি করে চিনি দেওয়া হয়।