স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গরু বহনকারী আলম সাধু চালক পিটিয়ে নগত অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি গতকাল রাতে শহরের অদূরে ছয়ঘরিয়া বটতলা ঘটে। জখম যুবক সদর উপজেলার মির্জাপুর বাশঘাটা গ্রামের সামছুর রহমানের পুত্র আলম সাধু চালক আরিফুল ইসলাম। সদর হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলাম জানান রাতে ছয়ঘরিয়া পাম্প থেকে তেল নিয়ে যাচ্ছিল। বটতলা নামকস্থানে পৌছালে ৪/৫ জন দূর্বৃত্তরা তার গাড়ী গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে এক পর্যায় তার কাছে থাকা গরু ক্রয়ের নগত অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক জানান তার মাথায় সহ শরীরে জখমের চিহৃ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা কালে মামলার প্রস্তুতি চলছিল।