এফএনএস বিদেশ : ইউরোপের শীর্ষ ব্যয়বহুল দেশ এখন আয়ারল্যান্ড। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বেড়েছে সবকিছুর দাম। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা। গত ছয় মাস ধরে আয়ারল্যান্ডে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি, তা থেকেই ধারণা করা হয়েছিল খুব দ্রুতই ইউরোপের শীর্ষ ব্যয়বহুল দেশ হিসেবে পরিণত হবে দেশটি। সেই শঙ্কায় সত্যি হলো। ডেনমার্কের সঙ্গে সহাবস্থানে ইউরোপের শীর্ষ ব্যয়বহুল দেশের এক নম্বরে এখন আয়ারল্যান্ড। স¤প্রতি ইউরোপীয় ইউনিয়নের এক সমীক্ষায় স্বাস্থ্য, পরিবহন খাতে ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে ৪৭ শতাংশ বেশি খরচ গুনতে হয় আয়ারল্যান্ডের নাগরিকদের। হোটেল রেস্তোরাঁয়ও আগের চেয়ে তিরিশ শতাংশ খরচ বেড়েছে। অন্য দিকে ইউক্রেনীয়দের অনেক হোটেলে আশ্রয় দেয়ায় হোটেল ভাড়া বেড়েছে আকাশচুম্বী।প্রায় প্রতিটি পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় আয়ের সঙ্গে ব্যয়ের পালা ভারী হওয়ায় হিমশিম খেতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। একজন প্রবাসী বাংলাদেশি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে আয় বাড়েনি। যারা ব্যবসা-বাণিজ্য করেন তাদের তেমন প্রভাব না পড়লেও সাধারণ মানুষ এ নিয়ে বেশ চিন্তিত। কিছুদিন আগে ১০০ ইউরো নিয়ে যা কিনতাম তা এখন ১৫০ ইউরোর কম নয়। আরেক প্রবাসী বলেন, আয়ারল্যান্ড ব্যয়বহুল একটি দেশ। বিশ্বের সব ব্যয়বহুল দেশগুলোর শীর্ষে চলে যাচ্ছে আয়ারল্যান্ড। এতে এখানে আসা লোকের সংখ্যা কমে যাবে এতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। আমরা যারা প্রবাসীরা এখানে আছি তাদের আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়াই হিমশিম খেতে হচ্ছে। ইউরোস্ট্যাটের সমীক্ষায় প্রতি দশজনের মধ্যে ছয়জনই এখন অপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় কমিয়ে দিয়েছে আয়ারল্যান্ডে।