বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাহ ৮ টায় বিষ্ণুপুর বাজার আওয়ামী যুবলীগ অফিসে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পি’র সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মুকুল রায়, ইসমাইল হোসেন, ফারুক হোসেন, বাবু কৃষ্ণপদ কর্মকার, বিষ্ণুপুর উনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুভাষ ঘোষ, নুরুল ইসলাম মোড়ল প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন, মমিনুর রশিদ, আওয়ামী যুবলীগ নেতা মামুন আর রশিদ মিন্টু, আরাফাত রহমান সহ আওয়ামী যুবলীগের অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।