মোঃ আলীহোসেন কুশোডাঙ্গা কলারোয়া থেকে \ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোর চক্র। কুশোডাঙ্গায় বিভিন্ন স্থানে ঘটছে চুরি ঘটনা। প্রতি বছর ঈদ এলেই চোর চক্র, চোর দের দৌরাত্ম বেড়ে যায়। কুশোডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে ভাবে রাতে বাসা বাড়িতে ডুকে নগদ অর্থ, মোবাইল সেট, পানিমটর, বাইসাইকেল, ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইকসহ প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এবার ও ঈদুল অযহাকে সামনে রেখে তারা কুশোডাঙ্গা বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটাচ্ছে। প্রত্যক্ষদর্শী হিসেবে পাটুলিয়ার এক রিক্সা চালক জানায়, ‘গত ১মাসে আমার বাড়ি থেকে পর পর ২টি মটর চালিত ভ্যান চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৩০ শে জুন কলাটুপি বাজারের ৪রাস্তার মোড়ের সন্জয় সেলুনির একটি নতুন বাইসাইকে চুরি করে নিয়ে যায় চোরেরা। গত ৩রা জুলাই ছলিমপুর মাঠ থেকে মাটি কাটার মেশিন থেকে ৬০লিটার তৈল ও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা, তাই তাদের নিরাপত্তার জন্য চোর ও ছিনতাই কারীদের কবল থেকে বাঁচতে কুশোডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ পাহারা জোরদারের প্রয়োজন বলে মনে করছেন সচেতনমহল।