এসএম জাকির হোসেন/বিভাস মন্ডল শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দাতিনাখালিতে বাঘ বিধবা পরিবারের মাঝে প্রশিক্ষণপূর্বক সনদ প্রদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় এইচএমবিডি ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশন কার্যালয়ে অত্রএলাকার ২০ জন বাঘ বিধবা পরিবারের সদস্যদের মাঝে প্রশিক্ষণপূর্বক সনদ প্রদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদ প্রদান, সেলাই মেশিন বিতরণ এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এইচএমবিডি এর নির্বাহী পরিচালক ডাঃ এ কে এম তাইফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, প্যানেল চেয়ারম্যান ইউ পি সদস্য জিএম আব্দুর রউফ, প্রশিক্ষক সালমা খাতুন প্রমুখ। উলেখ্য অত্র প্রতিষ্ঠানটি ২০২০ সালের ঘূর্ণিঝড় আমফান পরবর্তী উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ক্ষতিকগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য দ্রব্য সহ বিভিন্ন প্রকার সাহায্য প্রদান করে আসছে।