মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

সিডনিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়িঘর ছাড়ছে মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সিডনিতে গতকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। বিভিন্ন এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে গেছে এবং তলিয়ে গেছে অনেক সড়ক। হাজারও মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। কর্মকর্তারা বলছেন, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জরুরি সেবার লোকজন প্রায় ৫০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার আহŸান জানিয়েছেন। এদিকে, সিডনিতে গত সোমবার রাতে জরুরি সেবার লোকজন সেনা সদস্যদের সহযোগিতায় ২২ জনকে উদ্ধার করেন। পরিস্থিতি বিবেচনায় সিডনিতে ১০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, প্রবল বৃষ্টি, বন্যা ও প্রচন্ড বাতাসের কারণে ১৯ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এদিকে, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ডোমেনিক পেরোটেট লোকজনকে বাড়িঘর ছেড়ে সরে যাওয়ার আহŸান জানিয়েছেন। এর আগে মার্চে প্রবল ঝড়-বৃষ্টিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপক‚লে বন্যা দেখা দেয়। ওই সময় ২০ জনের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com