কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১ কক্সসেট ভর্তি ৪ শ কেজি অপ্রদব্য মিশ্রিত চিংড়ি মাছ আটক করেছে। জানা গেছে গতকাল ৫ জুলাই দুপুর ১ টার দিকে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের চোরামুখা এলাকা থেকে এ সকল মাছ আটক করা হয়। পুলিশের অভিযান জানতে পেরে মাছ শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই হাসান, সোহাইল, খলিলুর রহমান সহ পুলিশ সদস্যরা। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অপ্রদব্য মিশ্রিত চিংড়ি মাছ আটকের বিষয় পুলিশ প্রশাসনের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।