কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ভ্যাপসা গুমোট গরমের মধ্যে স্মরণকালের ভয়াবাহ লোড শেডিং চলছে। ফলে ভূতুড়ে অন্ধকারে কলারোয়ায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্থ হয়ে পড়েছে। ভ্যাপসা গরমের তীব্রতায় বৃদ্ধদের হাপানি আর শিশুর কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। জানা গেছে, গত ১৫ দিন যাবত উপজেলার পৌরসদর ও সদরের বাইরে ক্রমান্বয়ে বিদ্যুত সংকট অসহনীয় হয়ে উঠছে। আর বিগত ৪ দিন যাবত বিদ্যুত সংকট প্রকট আকার ধারণ করেছে। সকাল থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত একঘণ্টা বিদ্যুত থাকলে পরে এক ঘণ্টা বিদ্যুত থাকে না। তারপর বিকাল সাড়ে ৫ টার পরে বিগত দুইদিন যাবত রাত ১০ টার আগে একাধিক দফায় ১ ঘণ্টার বেশী বিদ্যুত পাওয়া যায় না। আর কোন দিন সারা রাতের পরে ভোরে, কোন দিন সকাল ৭ টার পরে বিদ্যুত আসে। আর শুরু হয় আগে দিনের মত ঘণ্টায় ঘণ্টায় অফ অনের খেলা। এদিকে নিত্য সন্ধার আগে লোড শেডিং শুরু হওয়ায় অন্ধকারের কারণে মানুষ হাট বাজার ছেড়ে ঘরে ফেরায় ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে। বিগত কয়েক বছর লোড শেডিং প্রায় শূন্যে নামার পরে আর বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে বিকল্প আলোর বা ফ্যানের ব্যবহার হ্রাস পেয়েছে। ফলে বিদ্যুত সরবরাহ বন্ধ হলে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বাড়িগুলোতে ঘুটঘুটে ভূতুড়ে অন্ধকার নেমে আসে। ফলে মানুষের ঘর গৃহস্থলীর কাজ, রান্না খাওয়ার কাজে চরম ব্যাঘাত ঘটছে। শিশু কিশোররা লেখাপড়া বাদ দিয়ে কেউ খেয়ে কেউ না খেয়ে ঘুমিয়ে পড়ছে। আর রাতে প্রচণ্ড ভ্যাপসা গরমে দূঃসহ যন্ত্রণায় দুগ্ধপোষ্য শিশুরা ঘেমে যেয়ে কান্নাকাটি শুরু করে। আর বৃদ্ধরা গরমে শ্বাসকষ্টে হাপাতে হাপাতে রাত কাটাচ্ছে।