এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতে ভুয়া লাকি কুপন প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করে জরিমানা করা হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, আদর্শ ইয়ুথ সোসাইটি নামে একটি ভুয়া প্রতারক চক্র এতিম, অসহায়, এবং সিলেটে বন্যায় কবলিত মানুষদের ঘরে ঘরে খাদ্য, বস্ত্র পৌছিয়ে দেওয়ার নামে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতারিত করে মোটরসাইকেল, ফ্রিজ, গহনা, ওয়াশিং মেশিন সহ আকর্ষণীয় ২০০ টি পুরস্কারের লোভ দেখিয়ে ২০ টাকা মূল্যে লাকি কুপন ছাপিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক, মোটর ভ্যানে করে বিক্রি করে আসছে। অনুমোদন বিহীন লাকী কুপন বিক্রি করার বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ সদস্যদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের দুই সদস্য উপজেলার হাওলভাঙ্গী গ্রামের আল মামুন ও সাতক্ষীরার আবু সাঈদকে লাকি কুপন এবং কুপন বিক্রয়ের টাকা সহ হাতেনাতে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ প্রতারককে ১০,০০০/= টাকা জরিমান ও লাকি কুপন ছাপানোর অপরাধে উপজেলার সোনালী প্রেস এর প্রোপাইটার নুর আলমকে ৫,০০০/= টাকা জরিমানা করা হয়।