দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার ও উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অজয় কুমার ঘোষের নেতৃত্বে গতকাল উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আটশত বিঘা হরি ও কালিমন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন। মন্দির সংলগ্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপনের পাশাপাশি বৃক্ষ চারা বিতরন করেন, প্রধানমন্ত্রীর আহবানে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশে উক্ত বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক লক্ষন, বাঘ, উত্তম ঝাড়া, বলরাম মন্ডল, মুকুন্দ ঘুঘু, ভীষ ঘুঘু, আনন্দ ঘুঘু, অচিন্ত ধাড়া, প্রহলাদ মাখম প্রমুখ।