বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে গাঁজাসহ শেখ আনারুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকশীয়ালি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১শ’ গ্রাম গাঁজাসাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হালিমুর রহমান জানান উপ-পুলিশ পরিদর্শক মিলন ও সহকারি উপ পরি পুলিশ পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।