স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১২টায় সুলতানপুর কাউন্সিলর’ অফিসের সামনে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বিশিষ্ট সমাজসেবক মীর হাবিবুর রহমান বিটু, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী ফরিদা ইয়াসমিন শিল্পী, মিকাইল হোসেন, শেখ পলাশ, শেখ নাজমুল হক রনি প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ৩শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।