বিশেষ প্রতিনিধি: লবনাক্ত দক্ষিণাঞ্চলের কৃষিকে টেঁকসই করার লক্ষ্যে আশাশুনিতে লবন ও খরা সহিষ্ণু ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে চাষীদের ধান চাষে উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে ৫০ জন কৃষকের মাঝে ৫৮০ কেজি লবণ ও খরা সহিষ্ণু ধানবীজ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান প্রমূখ। প্রধান অতিথি বলেন, চিংড়ি চাষের পাশাপাশি কৃষকদের ধানচাষে আগ্রহী হতে হবে। ধান চাষের ফলে গবাদি পশু সহ হাঁস মুরগী পালন করে আরও লাভবান হতে পারি। উৎপাদন বৃদ্ধি পেলে দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে।