শিক্ষা জাতীর মেরুদ্বন্ড, একটি জাতীর অন্যতম প্রধন মাধ্যম এবং উন্নয়নের দ্বার শিক্ষা। যে দেশ যত বেশী শিক্ষিত জন মানুষ সেই দেশ ততোধিক উন্নত। আধুনিক বিজ্ঞান, সভ্যতা, প্রযুক্তি তথা সামগ্রীক উন্নয়নের পিছনে শিক্ষিত মানুষের অংশ গ্রহন বিশেষ ভাবে স্বীকৃত। জাতিকে শিক্ষিত এবং জ্ঞানের আলো জ্বালাতে নিরলসভাবে কাজ করে চলেছে আমাদের দেশের শিক্ষকরা। এক কথায় বলা যায় মানুষ গড়ার কারিগর এবং জাতির প্রতিমুখ শিক্ষকরাই। আমাদের দেশের বাস্তবতায় শিক্ষক সমাজ অতি সম্মান আর শ্রদ্ধার পাত্র। সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে দেশের শিক্ষক সমাজ কতিপয় সমাজ বিরোধী, দুষকৃতকারীদের কারনে বিশেষ ভাবে অপমানিত লাঞ্চিত। শিক্ষক মানুষ গড়ার মহা মাধ্যম অথচ সেই শিক্ষকের সম্মান এবং মর্যাদা কোন কোন ক্ষেত্রে ভুলিষ্ঠিত। শিক্ষককে অপমান, অপদাস্থ কেবল মাত্র শেষ কথা নয় শিক্ষকরা হত্যার শিকার হচ্ছে চরম এক বিভিষিকাময় অপমানের সাথে পরিচিত হচ্ছে আমাদের শিক্ষাগুরুরা। এমনিতেই শিক্ষক সমাজ বেতন ভাতাদির দিক দিয়ে অন্যান্য পেশার কর্মরতদের অপেক্ষা কম সুবিধা ভোগী। বেসরকারী শিক্ষকরা বৈষম্যের শিকার। দেশের হাজার হাজার শিক্ষক কর্মরত যারা বেতন ভাতাদি পান না অর্থাৎ এমপিও ভূক্ত নয়। আমাদের শিক্ষক সমাজ সব লোভ লালসার উর্ধে থেকে শিক্ষাদান করছেন। যে শিক্ষার্থীকে, যে ছাত্রকে শিক্ষক শিক্ষা দান করে বলেছেন কোন কোন ক্ষেত্রে ছাত্র কর্তৃক অপমানিত ও হামলার শিকার হচ্ছে যা কেবল অনাকাঙ্খিত নয়, চরম বেদনাদায়ক। অবিলম্বে শিক্ষক সুরক্ষা আইন জারী, যে কেউ শিক্ষককে অপদস্থ ও হামলা করে যেন রক্ষা না পায়।