আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজার ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মৎস্য সেটে আয়োজিত সভায় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবঃপ্রাপ্ত সেনা সদস্য হযরত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় ইউপি সদস্য আলতাফ হোসেন সানা, মতিয়ার রহমান, সাবেক সভাপতি এড. জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক এরশাদ আলী নয়ন, পাইথালী মিলন যুব সংঘের সাধারণ সম্পাদক নাজমুল হুদা, অবঃপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান, নবনির্বাচিত সদস্যবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় রাত ৮ টার পরপরই বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বাজারের পাশেই জেলা পরিষদের পুকুর মাছ চাষ মুক্ত করে গোসলের জন্য ব্যবহার সহ বাজার ও বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।