স্টাফ রিপোর্টার \ সুলতানপুর নিবাসী সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ব্যাবসায়ী শহরের অতি পরিচিত মুখ সদা হাস্যোজ্জল শেখ কামরুল হক চঞ্চল আর নেই। গতকাল বিকাল সাড়ে চারটায় সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি——রাজিউন)। শেখ কামরুল হক চঞ্চল দীর্ঘদিন সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তার নিজস্ব বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি স্ত্রী ২ পুত্র, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অতি পরিচিত মানুষটিকে শেষবারের মতো দেখতে তার বাসায় ছুটে যান ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গতকাল রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আ’লীগ সাঃ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সহিদ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মরহুমের ভাই আ’লীগ নেতা শেখ নূরুল হক, পৌর আ’লীগ সভাপতি শেখ নাসেরুল হক, সাঃ সম্পাদক শাহাদাৎ হোসেন, কাউন্সিলর ফিরোজ হাসান, ওয়ার্ড আ’লীগ সাঃ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন প্রমুখ। জানাজায় রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।