কুশোডাঙ্গা কলারোয়া প্রতিনিধি \ কলারোয়া কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামে ১ জন ভুয়া এন এস আই ও তার ২জন সহযোগী কে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলেন, কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে আমিন হোসেন (১৭) একই উপজেলার কলাটুপি গ্রামের মোঃ মাহমুদুলের ছেলে আবজাল হোসেন( ১৫)ও মোঃ ফজরের ছেলে রুহুল আমিন (১৪)।কলারোয়া থানার ইন্সেপেক্টর নাছির উদ্দীন মৃধা জানান, গ্রেপ্তারকৃত তিন প্রতারক নিজেদেরকে এন এস আই সদস্য পরিচয় দিয়ে কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের আঃ জব্বার কারিগারের বাড়িতে ঢোকেন তাদের কাছে টাকা দাবি করে, তাদের সন্দেহ হলে গ্রামবাসিরা তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে এন এস আই লেখা একটি আইডি কার্ড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। আজ বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।