মীর আবুবকর \ সাতক্ষীরায় জাতীয় পাবলিক সার্ভিস ২০২২ উদযাপিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে, সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিঃ জেলা সার্বিক কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব মোঃ তানজিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সরকারি কমিশনার এনডিসি মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার আরডিসি কৃষ্ণা রায়, সরকারি কমিশনার সজীব তালুকদার, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অফিস সহকারি উপস্থিত ছিলেন। এবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান অনুষ্ঠান ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি জাতীয় পাবলিক সার্ভিস দিবসে যোগদান করেন।