স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মেহেদীবাগাস্থ মাসজিদে কুবা মসজিদ পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোঃ আজমল হোসেন ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ তৈয়েব আলী। গতকাল জোহর নামাজের পর মাসজিদে কুবায় অতিথিরা প্রবেশ করেন মাসজিদে কুবার সভাপতি জিএম নূর ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ অপরাপর মুসলীরা তাদেরকে স্বাগত জানান। তারপর অতিথিরা মাসজিদে কুবায় জোহর নামাজ আদায় করেন। জোহর নামাজ শেষে পরিদর্শন কালে অতিথিরা মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসলীদের উদ্দেশ্যে বলেন, শহরের মধ্যে একটি নান্দনিক মসজিদ। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। আপনাদের ছেলে মেয়েরা যাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সেজন্য আপনারা তাদেরকে তাগিদ দিবেন। মসজিদ আলাহর ঘর। মসজিদে বেশি বেশি করে দান করবেন। দানের ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অতিথিরাা আরও বলেন এলেম শিক্ষা অতি জরুরী। আপনাদের বাচ্চাদের এলেম শিক্ষা দিন। এবং এলেম শিক্ষার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, মাসজিদে কুবার কোষাধ্যক্ষ আব্দুল করিম, আবু জাফর প্রমুখ। এছাড়া মাসজিদে কুবার ইমাম, মুয়াজ্জিন ও মুসলীবৃন্দ উপস্থিত ছিলেন।