শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

সোহানকে যোগ্য বলেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে : সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

এফএনএস স্পোর্টস: আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরের ওয়ানডেতে মাহমুদ উল­াহ রিয়াদ থাকলেও টি-টোয়েন্টিতে বিশ্রামে তিনি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে সোহান যোগ্য। একটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিবকে কথা বলতে হয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়েও।সেখানে সোহানের অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য। বিসিবিও মনে করেছে সোহান ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি, জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে। ’বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব কথা বলেছেন টেস্ট নিয়েও, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com