এফএনএস বিদেশ : ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলেছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। আর এবার খোদ রাজধানী দিলিতেও মিলল মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন একজন নিয়ে দেশটিতে চারজনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মাঙ্কিপক্সে আক্রান্ত বলে ভারতে শনাক্ত চতুর্থ রোগীর বয়স ৩১ বছর। তার সামান্য জ¦র রয়েছে এবং শরীরে ফুসকুড়ি বেরিয়েছে। অবশ্য মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তির বিদেশে ভ্রমণের কোনো ইতিহাস নেই। সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে দিলির মৌলানা আজাদ মেডিকেল কলেজে ভর্তি রাখা হয়েছে। স¤প্রতি বিশ্বের একাধিক দেশে হু হু করে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউইইচও) মাঙ্কিপক্সকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি বা বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করে। এই পরিস্থিতিতে ভারতে একের পর এক মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মেলায় আতঙ্ক বাড়তে শুরু করেছে।