শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২

আশাশুনি প্রতিনিধ \ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শ্রীকলশ গ্রামের মৃত হরমুজ গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা জামাত আলী শনিবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর। তিনি দুই স্ত্রী, ৪পুত্র ও ৪কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ানুর রহমানের উপস্থিতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদানের পর শ্রীকলশ পুরাতন জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শ্রীকলশ পুরাতন জামে মসজিদের ইমাম মাওঃ মুক্তাজুল ইসলামের পরিচালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, লিয়াকত আলী, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আশাশুনি থানার এসআই গোলাম মোস্তফা ও এসআই ইমরান হোসেন, ইউপি সদস্য শাহিনুর আলমসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com