তালা প্রতিনিধি \ শেখ হাসিনার উপহার, প্রাণির পাশে ডাক্তার- স্লোগানকে সামনে রেখে তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জুলাই) সকালে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিলাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার বিশ^াস সহ সংশ্লিষ্ট অফিসের কর্মী ও বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।