শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে ফরাসি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

এফএনএস স্পোর্টস: শিরোনাম দেখে আঁতকে ওঠাই স্বাভাবিক। ফ্রান্স ফুটবলের দেশ হিসবে পরিচিত। দুইবার বিশ্বকাপও জিতেছে। বেশিরভাগ মানুষ জানেই না যে, সেই ফ্রান্সও এখন আন্তর্জতিক ক্রিকেট খেলে! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রীতিমতো বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন ফরাসি এক তরুণ। ১৮ বছর বয়সী সেই তরুণের নাম গুস্তাভ ম্যাকেওন। যাকে ক্রিকেটবিশ্বে সম্ভবত কারওই চেনার কথা নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরি পাওয়া এমনিতেই কঠিন। আন্তর্জাতিক হোক বা ঘরোয়া- টি-টোয়েন্টিতে হরহামেশা সেঞ্চুরির দেখা পাওয়া যায় না। অথচ সেই গুস্তাভ গত বুধবার পরপর দুই ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড নিজের করে নিলেন। বুধবার ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে কাল নরওয়ের বিপক্ষে ১১ রানে জিতেছে ফ্রান্স। ম্যাচটিতে ফরাসি ওপেনার গুস্তাভ মাত্র ৫৩ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। আগের ম্যাচেও সুইজারল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ১০৯ রানের ঝলমলে ইনিংস। সেটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড। আইসিসি বহু দেশকে টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ায় এমন সব অদ্ভুত রেকর্ড দেখা যাচ্ছে। উলে­খ্য, ফ্রান্সে জন্ম নেওয়া গুস্তাভ প্রথমে ফুটবলার হতে চেয়েছিলেন। তারপর তিনি ঝুঁকে পড়েন ক্রিকেটের দিকে। ফ্রান্সে ক্রিকেট মোটেও জনপ্রিয় নয়। তবে ইদানীং অনেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী হচ্ছে। গত বুধবার ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নামা গুস্তাভের প্রথম তিন ম্যাচের স্কোর যথাক্রমে ৭৬, ১০৯ এবং ১০১! ক্যারিয়ারের প্রথম তিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com