বাংলাদেশ কৃষি প্রধান আবহমানকাল যাবৎ এদেশের জনসাধারন কৃষি ও কৃষি পেশার সাথে সংশ্লিষ্ট। বিশ্বের দেশে দেশে আমাদের দেশ কৃষি প্রধান দেশ হিসেবে বিশেষ ভাবে পরিচিতি পেয়েছে। এমন কোন অঞ্চল নেই যে অঞ্চলে বা এলাকাতে আমাদের কৃষির অবস্থান ও অস্তিত্ব নেই। বাংলাদেশের মাটি আবহাওয়া, জলবায়ূ এবং ভূ-প্রকৃতি সবই কৃষির জন্য সহনীয় এবং সহনশীল। দেশের আর্থ সামাজিক বাস্তবতা এবং গতি প্রকৃতি কৃষির জন্য কেবল সহায়ক তা নয়, কৃষি উৎপাদনের উৎপাদনের উর্বর ক্ষেত্র। বাংলাদেশের জলবায়ূ পূর্বের অপেক্ষায় বর্তমান সময়ে পরিবর্তন হয়েছে আর পরিবর্তিত জলবায়ুর কল্যানে কৃষিতে কিছুটা পরিবর্তন ঘটলেও উৎপাদনে সামান্যতম গতি প্রকৃতি হীন হইনি। আমাদের দেশের কৃষির অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময়ে অনেক অনেক দূর এগিয়েছে। দেশের কৃষি উৎপাদন এমন পর্যায়ে পৌছেছে যে আমাদের দেমের চাহিদা পুরনের পর বিশ্ব বাজারে রপ্তানী করা হচ্ছে। দেশের আর্থসামাজিক বাস্তবতায় কৃষি উৎপাদন দিনে দিনে অধিকতর অগ্রগামী হচ্ছে। বাংলাদেশ বিশ্ব বাজারে কৃষি সামগ্রী রপ্তানী পরবর্তি কেবল কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তা নয়, আমাদের দেশ বিশ্ব ব্যবস্থায় তথা আন্তর্জাতিক বিশ্বে বিশেস সম্মান ও মর্যাদা লাভ করছে। বিশ্ব বাজারে আমাদের দেশের উৎপাদিত কৃষি পন্যের চাহিদা ও গ্রহনযোগ্যতা অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময়ে অধিকতর অগ্রগামী, দেশের কৃষি পরিস্থিতি নিকট অতীতে নানান ধরনের প্রাকৃতিক দূর্যোগ ও দুর্বিপাকের কারনে ব্যাপক ভিত্তিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এই মুহুর্তে আমাদের দেশের কৃষিকে অগ্রগামী করনে, এগিয়ে নিতে অধিকতর কৃষকদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। উন্নত বীজ সার এবং কীটনাশকের প্রয়োগ ও সহজলভ্যতা করতে হবে।