শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় মহিষকুড় মৎস্য সেট চত্বরে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলী। শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দাউদ উদ্দীন গাজীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, আ’লীগ নেতা ছাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম শিমুল, ইউপি সদস্য হাসানুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।