বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সৌজন্যে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলের মালা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ও বঙ্গবন্ধু চত্বর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। আজ বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের রাষ্ট্র থেকে আজ আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ চলছে আজ দুর্বার গতিতে। আধুনিক বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ও সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, আটুলিয়া আ’লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জাকির হোসেন, মারুফ বিলাহ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুয়ের মাগফিরাত কামনা করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।