দেবহাটা অফিস \ দেবহাটা শ্রী শ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠের সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত হলেন অধীর গাইন ও গোবিন্দ গোস্বামী। গতকাল গোকুলানন্দ আশ্রমের নাথ মন্দিরে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত ভাবে নেতৃত্ব নির্বাচন করা হয়। দেবহাটার সীমানা পেরিয়ে সাতক্ষীরার বিশেষ পরিচিত ঐতিহ্যবাহী বিদ্যাপীটিতে ধর্মীয়, সামাজিক, নৈতিক শিক্ষা, মূল্যবোধ জাগ্রত মানবতা, মানবাধিকার শিক্ষায় শিক্ষার্থীদের অগ্রগামী করে থাকে। বিশুদ্ধ ভাবে শ্রীমতভাগবদ গীতা পাঠ করা হয় ও শিক্ষা দেওয়া হয়। দুরদূরান্ত হতে ভক্ত, শিক্ষার্থী সহ দর্শনার্থীরা শ্রী শ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠে আগমন করেন। গতকাল কমিটি গঠন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার রনজিৎ ঘোষ, শিক্ষক রুমা অধিকারী, দিপঙ্কর ঘোষ, শুভঙ্কর বিশ্বাস, শিক্ষক বিষ্ণুপদ ঘোষ, ঝন্টুদে, শুভংকার রায়, সুব্রত বসাক, বিশ্বনাথ দাস, কার্তিক দাস প্রমুখ।