শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের দু’টি গ্রামে দিন দুপুরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজার সংলগ্ন বকচর গ্রামের আব্দুর রউফ সরদারের পুত্র আমানউলাহর ১৫০ সিসির অনটেস্ট পালসার ও কাকড়াবুনিয়া গ্রামের সোহরাব মাস্টারের পুত্র আমিনুল ইসলাম বাবুর ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় কে বা কাহারা। বকচর গ্রামের আমানউলাহ বলেন, আমার বাড়ির সামনে গাড়িটি লক করে রেখে জুম্মার নামাজের জন্য মসজিদে যাই। নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখি গাড়িটি সেখানে নেই। কাকড়াবুনিয়া গ্রামের আমিনুল ইসলাম বাবু বলেন, আমার বাড়ির সাথেই দোকানের বারান্দায় গাড়িটি রেখে আমি জুম্মার নামাজে যাই। কিছুক্ষণ পরে আমার মেয়ে এসে খবর দেয় মোটরসাইকেলটি সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত অল্পবয়সী একজন চালিয়ে নিয়ে চলে গেছে। আমি দ্রুত এসে অনেক খুঁজাখুঁজি পরও তার কোন সন্ধান পায়নি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে আমার ধারণা স্থানীয় ও যশোর জেলার একটা সংঘবদ্ধ চক্রের কাজ এটি।