মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি শেখ ফিরোজ কবির কাজলের পিতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবুল হোসেন (৭৩) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না লিলাহি —— রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা বসন্তপুর ফকিরপাড়া হযরত পীর কাঙ্গালী (রহঃ) জামে মসজিদ (ক্ষীর খেজুর তলা) প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা কাজলের পিতার মৃত্যুর খবর পেয়ে গনপতিস্থ তার নিজ বাড়িতে ছুটে আসেন উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।