মোঃ মাসুদ রায়হান \ যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ও ভোট কাটাকাটির অভিযোগ সদর ইউনিয়নের ২ নং নতুন মূলগ্রাম ভোট কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যায়। আজ সোমবার স্থগিত ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে ২ হাজার ১১৯ ভোটারের মধ্যে ১৭শ ২৫ জন তাদের ভোটা অধিকার প্রয়োগ করেন। ৬ হাজার ১০১ ভোট পেয়ে মোটর সাইকেল মার্কায় বর্তমান চেয়ারম্যান (বিএনপির) স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আলাউদ্দীন আলা ও তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী গৌতম কুমার রায় তিনি পেয়েছেন ৫ হাজার ৯শ ভোট। এই নির্বাচনে প্রভাষক আলাউদ্দীন আলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার পদে রাশিদা বেগম বিজয় হয়েছেন। সাধারণ মেম্বার পদে বর্তমান ইউপি মেম্বার মোঃ সিরাজুল ইসলাম তালা মার্কায় ৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মাষ্টার কামরুজ্জামান ফুটবল মার্কায় নিয়ে তিনি পেয়েছেন ভোট ৭১৫ ভোট । ভোটের আগের দিন হতে নতুন মূলগ্রাম ভোট কেন্দ্রে নজির বিহীন নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েেিছন উপজেলা প্রশাসন। ভোটের দিন নজির বিহীন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সদর ইউনিয়নে স্থগিত ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিলো নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিলো।