তালা প্রতিনিধি \ শনিবার (৩০ জুলাই) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কপোতাক্ষ অববাহিকার ক্ষতিগ্রস্ত ও দারিদ্র ২০টি পরিবারের মাঝে জাল তৈরির সুতা বিতরণ করা হয়। উত্তরণের এসআরএম প্রকল্পের পক্ষ থেকে সুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিলুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও সাংবাদিক বি.এম জুলফিকার রায়হান প্রমুখ। এ সময় কপোতাক্ষ অববাহিকার ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেকের মধ্যে ১০ হাজার টাকা মূল্যের জাল তৈরির সুতা বিতরণ করা হয়। সভায়, মৎস্যজীবীদের জীবন-মান রক্ষা সহ কপোতাক্ষ নদ রক্ষায় টিআরএম বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়।