বিশেষ প্রতিনিধি \ আশাশুনি প্রেসক্লাবের ইংরেজী নববের্ষর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে ক্যালেন্ডারের মোড়ক উন্মেচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন ও ক্যালেন্ডারের মোড়ক উন্মেচন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সহ-সভাপতি আব্দুল আলীম, সচ্চিদানন্দদে সদয়, সাবেক সেক্রেটারী সমীর রায়, যুগ্ম সাধারন সম্পাদ শরিফুজ্জামান মুকুল, কোষাধ্যক্ষ এম এম নুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হাসান ইকবাল মামুন, সদস্য গোলাম মোস্তফা, শেখ বাদশা, শেখ আরাফাত, জাকির হোসেন, জগদীশ চন্দ্র সানা প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর দুপুরে আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের আয় ব্যয়ের হিসাব, অভিষেক অনুষ্ঠান, পিকনিক, ঘর উন্নয়ন, কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।